• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

কাপ্তাইয়ে বাস চাপায় ২ চুয়েট শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক : / ১১৮ বার দেখা
আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস চাপায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) বিকেলে মারা যান তারা। চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়ারা হলেন- চুয়েটের পুরোকৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত সাহা এবং তৌফিক হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জনান, দুই শিক্ষার্থীর মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কাপ্তাই সড়কে চলাচলকারী আমার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস দুই শিক্ষার্থীকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চুয়েটের দুই শিক্ষার্থী মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে জব্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ