• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক হলেন আবুল খায়ের এ এল টি

মোঃ আবুল কালাম আজাদ / ১১৬ বার দেখা
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ কাব স্কাউট শিক্ষক ২০২৪ নির্বাচিত হলেন হোমনা উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের এ এল টি ।

জানা গেছে, তিনি হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নুরুল ইসলাম, মাতার নাম ফাতেমা খাতুন। তিনি ছাত্র জীবন থেকেই স্কাউটিং এর সাথে সম্পৃক্ত ছিলেন। আনুষ্ঠানিকভাবে ২০০৩ সালে বেসিক কোর্সের মাধ্যমে এডাল্ট লিডার হিসাবে কাজ শুরু করেন। পরে ২০১৫ সালে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মাধ্যমে কাব স্কাউট লিডার হিসেবে স্কাউট আন্দোলনের সাথে যুক্ত হয়ে দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন সহকারী লিডার ট্রেনার( এ এল টি)। গত ২০২৩ সালে ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়া, ৩২তম এশিয়া প্যাসেফিক রিজিওনাল ও ১১ তম জাতীয় জাম্বুরিতে কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন হোমনা উপজেলার কাব স্কাউট লিডারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্কাউটস, হোমনা উপজেলার কমিশনার হিসেবে দায়িত্বে আছেন।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে স্কাউটিং বিষয়ক কোর্সের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ