• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

হোমনায় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আবুল কালাম আজাদ / ১১৩ বার দেখা
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার হোমনায় ভয়েজার ইংলিশ স্কুল এন্ড কলেজ হোমনা শাখার আয়োজনে বুধবার ৪ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায়, প্রথম বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা বিষয় “Not the Lack of resources but inefficiency in management is the main obstacle to economic development” “সম্পদের অভাব নয়, ব্যবস্থাপনায় অদক্ষতাই অর্থনৈতিক উন্নয়নের প্রধান বাধা” ।
শীর্ষক বিষয়ের ওপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘ভেনাস’ ও ‘মার্স’ দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ সুমন সরকার এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন ভয়োজার ইংলিশ স্কুল এন্ড কলেজ গৌরীপুর শাখার উপাধ্যক্ষ জয়ন্ত সাহা, বিচারকের দায়িত্ব পালন করেন, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, ভয়োজার গৌরীপুর শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ ও দাউদকান্দি বিয়াম ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ মানসুর আহমেদ।
প্রতিযোগিতায় মার্স দল চ্যাম্পিয়ন হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।
এ সময়, স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,অতিথিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ