• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন

আবারও এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটি

খেলাধুলা ডেস্ক / ১১৪ বার দেখা
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

ইংলিশ ক্লাব ফুটবলের অন্যতম পরাশক্তি চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। রোববার (২১ এপ্রিল) সেমিফাইনালে দলটি প্রতিপক্ষ চেলসিকে হারিয়েছে ১-০ গোলে।

এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে এই মৌসুমের চ্যাম্পিয়নস লীগ জয়ের স্বপ্নভঙ্গ হয় ম্যানচেস্টার সিটির। এখন প্রিমিয়ার লীগ আর এফএ কাপের দিকেই তাকিয়ে আছে পেপ গার্দিওলার দলটি।

ওয়েম্বলিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। চেলসি বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে প্রথমার্ধে। ২৯ মিনিটে নিকোলাস জ্যাকসন ম্যানসিটির গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। এর আগে সিটির হয়ে ফিল ফোডেনও সুযোগ নষ্ট করেন। চেলসি প্রথমার্ধে তিনটি শট লক্ষ্যে রাখলেও সিটি লক্ষ্যে কোনো শটই করতে পারেনি। এতে গোলহীন অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি শেষে দ্বিতীয়ার্ধেও ম্যাচে টান টান উত্তেজনা চলতে থাকে। ম্যাচে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় শেষ সময় পর্যন্ত। ৮৪ মিনিটের মাথায় বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যায় সিটি।

এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে এই মৌসুমের চ্যাম্পিয়নস লীগ জয়ের স্বপ্নভঙ্গ হয় ম্যানচেস্টার সিটির। এখন প্রিমিয়ার লীগ আর এফএ কাপের দিকেই তাকিয়ে আছে পেপ গার্দিওলার দলটি।

চেলসিকে ১-০ গোলে হারানোর পর উচ্ছ্বসিত গার্দিওলা বলেন, আজকের ম্যাচে ছেলেরা কিভাবে খেলে জিতেছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। তিন দিনের মধ্যে দুটি ম্যাচ। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লীগে ১২০ মিনিট খেলতে হয়েছে। তারপর শনিবার ম্যাচ দেয়া হয়েছে। অথচ কভেন্ট্রি সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে এতদিন বিশ্রাম দেয়া হল।

আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও কভেন্ট্রি সিটি লড়ছে দ্বিতীয় সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে সিটির শিরোপার লড়াই হবে ২৫ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ