বিনোদন ডেস্ক :
বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের চতুর্থ দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: রঙ রাধিয়া। রচনা ও চিত্রনাট্য: আসাদুজ্জামান সোহাগ। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী, সাবেরী আলম, এজাজ বারী, আনোয়ার শাহী, মুহিত তমাল, রুবাইয়াত এশা প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ধানসিঁড়ি। রচনা ও পরিচালনা: সুব্রত সঞ্জীব। অভিনয়ে: সৈয়দ জামান শাওন, সাদিয়া আয়মান, আরিফ আপন, দেবাশীষ চক্রবর্তী, দীপু প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রবাসী পরিবার। রচনা ও পরিচালনা: মারুফ রেহমান। অভিনয়ে: প্রাণ রায়, মায়মুনা মম, সেমন্তি সৌমী, মিলন ভট্টাচার্য্য, জৌপারী লুসাই, মীম চৌধুরী, স্বর্ণলতা, আসিফ নূর, মারুফ মিঠু, টুটুল চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রেমের খবর। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, মাসুম বাশার, রেশমী আহমেদ প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: ঘুণপোকা। রচনা: রিজভী আলামিন। পরিচালনা: তারেক রেজা রহমান সরকার। অভিনয়ে: খায়রুল বাশার, তানজিন তিশা, পাপিয়া, ছায়াবিথী সরকার প্রমুখ। সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চাপ। রচনা ও পরিচালনা: মেহেদী হাসান হৃদয়। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ।
মাছরাঙা
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভালো মানুষ। অভিনয়ে: খায়রুল বাসার, সামিরা মাহি প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ঢংঙি। অভিনয়ে: চমক, সেমন্তী সৌমি, সামিরা মাহি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: পাতাবাহার। রচনা: নাসির খান। পরিচালনা: তারেক রেজা শাহরিয়ার। অভিনয়ে: ইরফান সাজ্জাদ, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ইতি তোমার আমি। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: এজাজ মুন্না। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, শাহনাজ খুশি, দিব্যজ্যোতি, লাবন্য প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: সেই সময়। রচনা: তানিন রহমান। পরিচালনা: হাসান রেজাউল। অভিনয়ে: শাশ্বত দত্ত, আইশা খান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: বিষন্ন সন্ধ্যার ডায়রি। রচনা ও পরিচালনা: হাবিব। অভিনয়ে: মোস্তাফিজুর নূর ইমরান, সাদিয়া মাহি প্রমুখ।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: আই লাভ মেট্রোরেল। রচনা ও পরিচালনা: কচি খন্দকার। অভিনয়ে: শাহেদ, ললনা নুর, সোহেল খান, চাষী আলম, কচি খন্দকার প্রমুখ। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: ব্র্যান্ড নিউ জামাই। রচনা ও পরিচালনা: অনিরুদ্ধ রাসেল। অভিনয়ে: জাহের আলভী, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: ঢাকা টু দুবাই। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: আফরান নিশো, মেহেজাবীন, শহীদুল ইসলাম সাচ্চু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আলাল ও দুলাল। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়ে: শামীম সরকার, চাষী আলম, শখ, সামান্তা পারভেজ, জাভেদ গাজী প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: বদনাম। পরিচালনা: মাহমুদ হাসান রানা। অভিনয়ে: নিলয়, সামিরা খান মাহি প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: আজকাল তুমি এমন। পরিচালনা: মারুফ হোসেন সজিব। অভিনয়ে: খাইরুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: তুই আমার হয়ে যা। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: শাশ্বত, সাদিয়া আয়মান প্রমুখ।
দীপ্ত টিভি
সন্ধ্যা ৭টায় প্রচার একক নাটক: বাকবাকুম, পরিচালনা: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: অপূর্ব, সাফা কবির। রাত ৮টায় প্রচার হবে একক একক নাটক: চুরি করেছো মনটা। পরিচালনা: তারেক রেজা রহমান সরকার, অভিনয়ে: তানজিন তিশা, ইরফান সাজ্জাদ। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: তুমি আছো সবখানে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বালকদলের কাণ্ড, পরিচালনা: তুহিন হোসেন, অভিনয়ে: জোভান, নাবিলা ইসলাম, নাজিয়া হক অর্ষা। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: মায়াফুল, পরিচালনা: তারেক রেজা রহমান সরকার, অভিনয়ে: তানজিন তিশা, সুদীপ বিশ্বাস। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ফিফটি ফিফটি, পরিচালনা: ইমরুল রাফাত, অভিনয়: তানজিন তিশা, তৌসিফ।