যশোর শিক্ষাবোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে শিক্ষা বোর্ড কার্যালয়ে বিক্ষোভ করেছে। তারা তাদের ফলাফলকে বৈষম্যমূলক দাবি করে তাদের কৃতকার্য করার দাবিতে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বোর্ড চেয়ারম্যানের কক্ষের সামনে অবস্থান করছিল।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, সরকার বৈষম্যমূলকভাবে ফলাফল প্রকাশ করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের মধ্যে কিভাবে ফেল আসে? সিলেট বোর্ডে পরীক্ষা না দিয়ে কিভাবে বাংলা ও ইংরেজিতে এ প্লাস দেয়? অনেকে পরীক্ষা না দিয়ে কিভাবে এ প্লাস পায়? অনেক স্টুডেন্ট ভালো পরীক্ষা দেওয়ার পরও কিভাবে ফলাফল খারাপ আসে? এ সময় তারা এসএসসি ফলাফলের মাধ্যমে সব বিষয়ে ম্যাপিং করার দাবি জানান।
শিক্ষার্থীদের পক্ষে রিয়াজ নামে একজন জানান, বৈষম্য নিরসনের দাবিতে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের নিকট আমরা স্মারকলিপি দেব। বিক্ষোভে চুয়াডাঙ্গা, খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরের প্রায় ৬০ /৭০ জন শিক্ষার্থী অংশ নেন।
সূত্র : কালের কন্ঠ