সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর অধিনায়কত্ব হারিয়েছিলেন বাবর আজম। তবে আবারও সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে ফিরেছেন তিনি। ঘরের মাঠে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অধিনায়ক হিসেবে করতে নেমে রেকর্ড গড়েছেন বাবর।
রোববার (২১ এপ্রিল) রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ২৯ বলে ৩৭ রান করেছেন বাবর। অধিনায়ক হিসেবে পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে ২২৪৬ রান করেছেন তিনি। যা করতে পারেননি আর কোনো অধিনায়ক। এর আগে সর্বোচ্চ ২২৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
বাবরের রেকর্ডের দিন হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। মার্ক চাপম্যানের বিস্ফোরক ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে সফরকারীরা।