আড়াইহাজার প্রতিদিন ডেক্স:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিচ্ছন্ন মানুষিকতার উজ্জিবিত শিক্ষিত যুব সংগঠন ‘বিডি ক্লিন আড়াইহাজার’ নামে সংগঠনটি আড়াইহাজার উপজেলা ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে আড়াইহাজার উপজেলা প্রানি সম্পদ কার্যালয়ের সামনে ও এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করে এ সংগঠনটির শতাধিক কর্মী। তারা ঐ এলাকাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরণের ময়লা,কাগজের লুকরা,পলিথিন,গাছের পাতা-লতা হাসপাতালে বর্জ্র কুড়িয়ে পলিথিন ব্যাগে সংগ্রহ করে তা ধ্বংস করে।
সংগঠণটির আড়াইহাজার উপজেলার সমন্বয়ক মোঃ রাকিব হাসান জানান, তাদের এ সংগঠনটি বিগত ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে তাদের পথ চলা শুরু করেছে। তারা প্রথমে মুষ্টিমেয় কিছু ক্লিন ইমেজের শিক্ষিত যুবকদের নিয়ে শুরু করে আজ আড়াইহাজার উপজেলায় শতাধিক সদস্য তাদের। ‘পরিচ্ছন্নতা হউক আমার থেকে’ এ শ্লোগানে তারা নিজেদের লেখাপড়ার অবসর সময় সপ্তাহে শুক্র ও শনিবার বেছে নিয়ে তারা উপজেলার বিভিন্ন এলাকায় এ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালান। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এমনটি সারা দেশে এ সংগঠণটির কার্যক্রমটি চলমান রয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান, তাদের লক্ষ সমাজের অপরিচ্ছন্ন মানুষিকতা দূর করে সকলের মধ্যে পরিচ্ছন্ন মানুষিকতা তৈরী করা। তারা স্ব-উদ্যোগে স্বেচ্ছা শ্রমের মাধ্যমে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম তৃণমূল পর্যন্ত ছড়িয়ে সামাজিক পরিবেশ সুন্দর রাখতে কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান।