কুমিল্লার হোমনা উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে ০২ অক্টোবর ২০২৪ খ্রি. রোজ: বুধবার, বিকাল ০৪ টায় হোমনা প্রেস ক্লাব প্রাঙ্গণে, এক দফা এক দাবি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন শেষে হোমনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সার্বিক সহযোগিতায়,
সমিতির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বাস্তবায়িত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল সালাম, মোঃ মনিরুজ্জামান, আবুল খায়ের, আফরোজা আক্তার,আনিসুর রহমান,হাসান মোল্লা, মোঃ ইকবাল হোসেন, কাজল মিয়া, মোঃ বোরহান উদ্দিন সহ প্রায় শতাধিক শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
শিক্ষকরা বলেন, ১০ম গ্রেড আমাদের দাবী, আমাদের যৌক্তিক ও ন্যায্য অধিকার,এক দফা এক দাবি স্লোগানে প্রেস ক্লাব এলাকা মুখরিত হয়ে ওঠ।