রাজকীয় দুঃখ
কবি- মনিকা মারইয়াম
তাতানো আগুনের বিষাক্ত চোখে পুড়ে গেছো
অগণিত প্রিজমের রঙিন আলোয় খুঁজি সেই মুখ
যে একদিন জ্বলে উঠেছিলো তুমুল বিরহের নীল কান্নায়
অতঃপর সন্ধ্যার পাঁজর খুলে হারিয়ে গেছে বেনামী অন্ধকারের গলিত গর্ভে..
অসময়ের শাসানো আঙুল থেকে মুছে যায় না প্রেমের স্মৃতি
গুপ্ত ঘাতকের মতো গা ঢাকা দিয়ে থাকে হৃদয়ের নামহীন শহরে
চিরকাল বয়ে বেড়াতে হয় এমন রাজকীয় দুঃখ
বয়ে বেড়াতে হয় প্রেমিকার চোখে সংগোপনে থাকা মেঘের নৃশংস বেদনা!
কাঠকয়লার আগুন ভরা জীবন নিয়ে স্থির হতে পারি না
আমাকে তাড়িয়ে বেড়ায় তোমার সাম্রাজ্যবাদী দস্যু প্রেম
ও মায়াবী হরিণ— দরদী কোমল ছায়া
তোমার নামে এখনো পুড়ে মরি প্রত্নপাথরের বুকে জমে থাকা গুপ্ত আগুনে।