• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

মিঠামইনের আলপনা গিনেস বুকে উঠবে, আশা পলকের

প্রতিনিধির নাম / ১১৩ বার দেখা
আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জের মিঠামইনের আলপনা বিশ্ব রেকর্ড হয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, হাওরে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নিরলস চেষ্টায় ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক তৈরি হয়েছে। এই রাস্তা এখানকার নৈসর্গিক সৌন্দর্যকে আরও বাড়িয়েছে। দেশি বিদেশি পর্যটককে আকৃষ্ট করছে। যোগাযোগ ব্যাবস্থারও উন্নতি হয়েছে। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার রাস্তায় পহেলা বৈশাখে আলপনা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠবে।

রোববার (১৪ এপ্রিল) সকালে মিঠামইন জিরো পয়েন্ট থেকে মোটরসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহমদ তৌফিককে নিয়ে চার কিলোমিটার রাস্তার আলপনা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি এসব মন্তব্য করেন। এই সুন্দর আলপনার আঁকতে সহযোগিতা করার জন্য বাংলালিংক ও বার্জার পেইন্ডস কর্মকর্তাদের ধন্যবাদ জানান পলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ