কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
হোমনা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৮ অক্টোবর, মঙ্গলবার আলোচনাসভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
খেলায় কাবাডি (বালক) ঘারমোড়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
দাবা (বালক) ক-গ্রুপ
দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের ছাত্র, মোঃ হাসান মিয়া চ্যম্পিয়ন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, এস, এম, শাফিন রানার্সআপ।
দাবা (বালক) খ-গ্রুপ
হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ফয়জুর রহম তাহসীন- চ্যম্পিয়ন, কলাগাছিয়া এম,এ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ফাহাদ রানার্সআপ।
দাবা (বালিকা) ক-গ্রুপ
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ফাবলিহা বুশরা, চ্যাম্পিয়ন, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী,তাসমিয়া জান্নাত রানার্সআপ।
দাবা (বালিকা) খ-গ্রুপ
খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী,মাহিজা আক্তার,চ্যাম্পিয়ন, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী,২. নূর-ই জান্নাত রানার্সআপ।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন,
মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মোঃ দাদন মিয়া, সিনিয়র শিক্ষক, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ শরীফ সরকার, সহকারী শিক্ষক, ঘারমোড়া আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে,
মাধ্যমিক শিক্ষা অফিসার, কানিজ আফরোজ, উপজেলাএকাডেমিক সুপারভাইজার, রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান, মোঃ নজরুল ইসলাম,মোঃ ইব্রাহীম খলিল,অধ্যক্ষ, মোঃ আতিকুর রহমান,প্রধান শিক্ষক, মোঃ আনোয়ার হোসেন,মোঃ কামাল হোসেন, সহ সুপার মাওলানা মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব হোমনা’র আহবায়ক, মোঃ আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত ক্রীড়ায় সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক,মোঃ ইউসুফ আলী, মোঃ আতিকুর রহমান, মোঃ সোহেল রানা।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় মোট ২২ টি পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।